আমেরিকা ফের ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কার আটক করল

ভেনেজুয়েলার তেলের ওপর আমেরিকার আধিপত্য আরও জোরদার করা হচ্ছে। শুক্রবার মার্কিন বাহিনী সমুদ্রে একটি ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কার আটক করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার অনুমতি ছাড়া ভেনেজুয়েলা থেকে কোনও তেলের ট্যাঙ্কার বাইরে যেতে পারবে না। আটক হওয়া এই ট্যাঙ্কারটি বর্তমানে পুনরায় ভেনেজুয়েলার দিকে ফেরানো হচ্ছে। এটি সমুদ্রে আটক হওয়া পঞ্চম ট্যাঙ্কার।

ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে দেশের শীর্ষ তৈল পরিশোধনকারী সংস্থাগুলোর সঙ্গে বৈঠকও করেছেন। সূত্রের খবর, তিনি সংস্থাগুলিকে ভেনেজুয়েলায় বিনিয়োগের সুযোগ দিতে বলেছেন। সেই বৈঠকে সংস্থাগুলিকে ১০০ কোটি ডলার বিনিয়োগের বার্তা দেওয়া হয়েছে। ট্রাম্প বলেছেন, ‘ভেনেজুয়েলার পচে যাওয়া পরিকাঠামো পুনর্গঠন করতে আমেরিকার সংস্থাগুলিকে সুযোগ দেওয়া হবে। তেলের উৎপাদন এমনভাবে বৃদ্ধি করতে হবে, যা আগে কখনও হয়নি। কোন সংস্থা এই সুযোগ পাবে, আমরা তা ঠিক করব।’

প্রসঙ্গত, ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের ভান্ডারের দেশ। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিউ ইয়র্কে বিচারের আওতায় আনা হয়েছে। মাদুরোর অপহরণের পর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোড্রিগেস ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, এই অন্তর্বর্তী প্রশাসনের সঙ্গে আপাতত পাঁচ কোটি ব্যারেল তেলের চুক্তি হয়েছে আমেরিকার। আশা করা হচ্ছে, এই চুক্তি মার্কিন বাজারে জ্বালানির দাম কমাতে সাহায্য করবে।


সমুদ্রে ট্যাঙ্কার আটক প্রসঙ্গে ট্রাম্প সামাজিক মাধ্যমেও লিখেছেন, ‘ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সঙ্গে যৌথভাবে আমেরিকা সমুদ্রে একটি তেলের ট্যাঙ্কার আটক করেছে। এটি কোনও অনুমতি ছাড়াই ভেনেজুয়েলা থেকে রওনা হয়েছিল। এখন তা ভেনেজুয়েলাতেই ফেরানো হচ্ছে। চুক্তি অনুযায়ী ওই তেল বিক্রি করা হবে।’