‘যুদ্ধ না থামালে গাজায় ঢুকে হত্যা করব’, হামাসকে হুঁশিয়ারি ট্রাম্পের

প্রতিনিধিত্বমূলক চিত্র

ফের হামাসকে হুশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, ‘হয় তারা অস্ত্র ছাড়বে, নয়তো আমরা সেই ব্যবস্থা করব। রক্তপাত বন্ধ না করলে গাজায় ঢুকে হত্যা করব।’ গত দু’বছর ধরে যুদ্ধ চালাচ্ছে হামাস এবং ইজরায়েল। ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েক মাস ধরেই যুদ্ধ থামানোর ব্যাপারে উদ্যোগী হয়েছেন। নরমে-গরমে মাঝেমধ্যেই দু’পক্ষকেই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি সংঘর্ষবিরতি কার্যকর হওয়ায় পরিস্থিতি কিছুটা শান্ত। তারপরেও রক্তপাত থামার লক্ষণ নেই।

হামাস এবং ইজরায়েলের মধ্যে সংঘর্ষবিরতি কার্যকর হওয়ার পর গাজায় হিংসার ঘটনা ঘটছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ‘আট জন প্যালেস্টাইনি হাঁটু গেঁড়ে বসে আছেন। তাঁদের মাথায় বন্দুক ধরে হামাসের লোকজন। তার পরেই পর পর গুলি করে খুন করা হয় ওই প্যালেস্টাইনিদের।’ সম্ভবত এই ভিডিওর প্রেক্ষিতেই ট্রাম্প হামাসকে নিশানা করেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডজুড়ে এখন ছড়িয়ে আছে কেবলই ধ্বংসস্তূপ। রাষ্ট্রসঙ্ঘের হিসাব অনুযায়ী, দু’বছর যাবত বোমাবর্ষণে প্রায় সাত কোটি টন ধ্বংসাবশেষ জমেছে গাজায়, যা ১৩টি পিরামিডের সমান। গাজার সরকারি গণমাধ্যম জানাচ্ছে, এই ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মৃতদেহ। এদিকে, হামাস ও ইজরায়েলি বাহিনীর যুদ্ধবিরতির মধ্যেও থামেনি তেল আভিভের হামলা। একদিনে নিহত হয়েছেন আরও কয়েকজন প্যালেস্টাইনি।


সার্বিক পরিস্থিতি দেখেই ট্রাম্প বলেছেন, ‘দু’পক্ষই অস্ত্র ত্যাগ করে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার কথা হয়েছিল। হামাস যদি চুক্তি না মানে, তা হলে আমেরিকা অস্ত্র ছাড়তে বাধ্য করবে। ওরা যদি অস্ত্র না ছাড়ে, আমরা ওদের অস্ত্র কেড়ে নেব। এতে রক্ত ঝরবে। কিন্তু এছাড়া আর কোনও রাস্তা খোলা নেই!’