ট্রাম্পের কোপে সামরিক গোয়েন্দা প্রধান, বরখাস্ত আরও দুই শীর্ষ নৌকর্তা

মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থা (ডিফেন্স ইনটেলিজেন্স এজেন্সি বা ডিআইএ)-র প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে বরখাস্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, শুক্রবার গভীর রাতে অপসারিত হলেন নৌবাহিনী এবং নেভাল স্পেশাল কমান্ডের দুই গুরুত্বপূর্ণ শীর্ষকর্তাও।

হোয়াইট হাউস এই বরখাস্তের কারণ নিয়ে কোনও মন্তব্য না করলেও, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, ‘তিন সামরিক কর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ তবে ওয়াশিংটন সূত্রের মতে, গত মাসেই ডিআইএ প্রধান জেফ্রি একটি রিপোর্ট পেশ করে জানিয়েছিলেন, ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে আমেরিকার বোমাবর্ষণে প্রত্যাশিত ক্ষতি হয়নি। তার জেরেই তাঁকে সরানো হল বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২১ জুন গভীর রাতে মার্কিন স্টেল্‌থ বোমারু বিমান ‘বি-২ স্পিরিট’ ইরানের নাতান্‌জ, ফোরডো এবং ইসফাহান পরমাণু কেন্দ্রে অত্যন্ত শক্তিশালী জিবিইউ-৫৭ বাঙ্কার ব্লাস্টার ফেলে ধ্বংস করার দাবি করেছিল ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট নিজে দাবি করেছিলেন, ‘ইরানের পরমাণু অস্ত্র নির্মাণ পরিকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।’ কিন্তু ডিআইএ প্রধান জেফ্রির রিপোর্টে সেই দাবি খণ্ডন হয়।


জেফ্রির পাশাপাশি বরখাস্ত হয়েছেন মার্কিন নৌসেনার রিজার্ভ বাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল ন্যান্সি ল্যাকোর এবং ন্যাভাল স্পেশাল ওয়ারফেয়ার কমান্ডের প্রধান রিয়ার অ্যাডমিরাল মিল্টন স্যান্ডস। উল্লেখ্য, মিল্টন স্যান্ডস একদা বিখ্যাত মার্কিন নেভি সিল বাহিনীরও নেতৃত্ব দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার পর থেকেই পেন্টাগনের অভ্যন্তরে চাপানউতোর শুরু হয়েছে। এর আগেও অপসারিত হয়েছেন আমেরিকার সর্বাধিনায়ক জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়র এবং জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)-র প্রধান জেনারেল টিমোথি হাফক। ফলে প্রতিরক্ষা দপ্তরের অন্দরে যে ‘শুদ্ধিকরণ’ শুরু হয়েছে, তা স্পষ্ট।