প্রশান্ত মহাসাগরে ফের মাদকবিরোধী অভিযান আমেরিকার

প্রশান্ত মহাসাগরে আরও এক মাদকবোঝাই নৌকো ধ্বংস করল মার্কিন নৌসেনা। বুধবার পেন্টাগনের তরফে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট এমনই দাবি করা হয়েছে। পেন্টাগনের প্রধান পিট হেগসেথ জানিয়েছেন, এই হামলায় মৃত্যু হয়েছে ৪ জন মাদক পাচারকারীর।

এক্স হ্যান্ডলে পিট জানিয়েছেন, বুধবার পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদকবোঝাই একটি নৌকোয় হামলা চালিয়েছে মার্কিন নৌসেনা। হামলার একটি ভিডিয়ো পোস্ট করেছে পেন্টাগন। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান। মঙ্গলবার প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে মাদক পাচারকারী সন্দেহে ৪টি জাহাজ ধ্বংস করল মার্কিন নৌসেনা। হামলার জেরে ১৪ জন মাদক পাচারকারীর মৃত্যু হয়। এর আগেও পূর্বে ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলার একাধিক জাহাজে মাদকবিরোধী অভিযান চালায় আমেরিকা। এখনও পর্যন্ত নৌসেনার অভিযানে ৫৭ জনের মৃত্যু হয়েছে শুধু ক্যারিবিয়ান সমুদ্রে।