বাগরাম বায়ুসেনা ঘাঁটি ফেরতের দাবি আমেরিকার, নাকচ তালিবানের

প্রতিনিধিত্বমূলক চিত্র

চার বছর আগে আফগানিস্তান ছেড়েছিল মার্কিন সেনা। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের উপর থেকে আমেরিকা হাত গুটিয়ে নেওয়ার পর কাবুল নিজেদের দখলে নেয় তালিবান। তৎকালীন আফগান সরকারের উচ্ছেদ করে সেখানে তালিবান শাসন কায়েম করা হয়। সেই থেকে গত চার বছর ধরে আফগানিস্তানের মসনদে রয়েছে তালিবান প্রশাসন। এতো বছর পরে আফগানিস্তানের বাগরাম বায়ুসেনা ঘাঁটি আমেরিকার হাতে তুলে দেওয়ার দাবি জানাল ট্রাম্প-প্রশাসন। যদিও আমেরিকার এই দাবি খারিজ করে দিয়েছে তালিবান সরকার।

প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের দখলদারি বজায় রাখতে মরিয়া চিন ও আমেরিকা উভয় দেশ। আর কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল আফগানিস্তানের এই বাগরাম বায়ুসেনা ঘাঁটি। বাগরাম বায়ুসেনা ঘাঁটি বিশ্বের সবচেয়ে বড় সেনা ঘাঁটি। এখানকার রানওয়ের দৈর্ঘ্য প্রায় ৩৬০০ মিটার। কার্গো বিমান থেকে সমস্ত বোমারু বিমান এখানে সহজেই নামতে পারে। এই ঘাঁটির অবস্থানও আমেরিকার জন্য খুব সুবিধাজনক। আর এই ঘাঁটি থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে রয়েছে চিনের পরমাণু মিসাইল তৈরির কেন্দ্র।

শুধু চিন নয়, গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ার উপর নজরদারি রাখতে সামরিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এই ঘাঁটি। এই অঞ্চল থেকে আমেরিকার চির প্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়ার উপর নজরদারি করাও সহজ। সেই কারণে আফগানিস্তানের এই ঘাঁটির উপর বিশেষ নজর ট্রাম্প প্রশাসনের।


তাই এই অঞ্চলে চিনের আধিপত্য আটকাতে এবং মার্কিন নজরদারি বাড়াতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের তরফে এই ঘাঁটি ফেরত চাওয়া হয়েছে। ট্রাম্পের দাবি, তালিবানকে বিনামূল্যে এই বিমানঘাঁটি বিলিয়ে দেওয়া হয়েছিল। আফগানিস্তানে ফেলে আসা প্রতিটি জিনিস বুঝে নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে আফগানিস্তানের এই ঘাঁটি এতো সহজেই আমেরিকার হাতে আসবে না বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। কারণ আমেরিকার হাতে গুরুত্বপূর্ণ এই বাগরাম সেনাঘাঁটি তুলে দিতে চায় না তালিবান। আফগানিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র জাকির জালাল সোশাল মিডিয়ায় লিখেছেন, আমেরিকার উচিত আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলা। কিন্তু তার অর্থ এটা নয় যে, আফগানিস্তানে ফের আমেরিকার সেনা আসবে। এখানে মার্কিন সেনার কোনও জায়গা নেই। আমরা আমেরিকার সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রাখতে চাই। তবে পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমেই সেটা হওয়া সম্ভব।

উল্লেখ্য, কাবুলের উত্তরে অবস্থিত এই বাগরাম বায়ুসেনা ঘাঁটি। ২০২১ সালে আফগানিস্তান ছাড়ার সময় এই ঘাঁটি তালিবানের হাতে তুলে দিয়েছিল আমেরিকা। তবে বাইডেন প্রশাসনের সেই সেনা প্রত্যাহারের প্রবল বিরোধী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাই দ্বিতীয়বার আমেরিকার ক্ষমতায় বসেই আফগানিস্তানের বাগরাম ঘাঁটির দাবি জানালেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট।