ছুরি দেখিয়ে মাঝ আকাশে বিমান ছিনতাইয়ের চেষ্টা। ছিনতাইকারী মার্কিন নাগরিকের ছুরিকাঘাতে আহত হয়েছেন তিনজন যাত্রী। অবশেষে অন্য এক যাত্রীর গুলিতে মৃত্যু হয়েছে ওই হামলাকারীর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বেলিজে। সান পেড্রোগামী একটি ফ্লাইটে মাঝ আকাশে এই ঘটনাটি ঘটে। মৃতের নাম আকিনিয়েলা সাওয়া টেলর। তার বয়স ৪৯ বছর। এদিকে আক্রান্ত তিনজন যাত্রীর মধ্যে একজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, টেলর কীভাবে বিমানে ছুরি নিয়ে প্রবেশ করল, তা এখনও স্পষ্ট নয়। তদন্তে সহায়তার জন্যে ইতিমধ্যেই মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন বেলিজিয়ান কর্মকর্তারা।
বেলিজে ট্রপিক এয়ারের একটি ছোট বিমান ছুরি দেখিয়ে হাইজ্যাকের চেষ্টা করে এক মার্কিন নাগরিক। ঘটনার সময় বিমানে থাকা ১৪ জন যাত্রীর মধ্যে তিনজনকে আক্রমণ করে ওই দুষ্কৃতী। সে বিমানটিকে দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক বুঝে ওই ছিনতাইকারীকে গুলি করেন অন্য একজন যাত্রী।
জানা গিয়েছে, বিমানটি যখন মাটিতে নামে তখন তাতে জ্বালানি প্রায় শেষ হয়ে গিয়েছিল। বিমানটি মাটিতে নামার পরে গুলিবিদ্ধ মার্কিন ছিনতাইকারীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় বেলিজ পুলিশ কমিশনার চেস্টার উইলিয়ামস জানিয়েছেন, ৪৯ বছর বয়সি ছিনতাইকারী আকিনিয়েলা সাওয়া টেলরের বাড়ি ক্যালিফোর্নিয়ায়। যে যাত্রী টেলরকে গুলি গুলি করে অন্য যাত্রীদের প্রাণ বাঁচিয়েছেন, কমিশনার উইলিয়ামস সেই যাত্রীর প্রশংসা করেছেন। এই ঘটনায় তাঁকে ‘হিরো’ হিসেবেও অভিহিত করেছেন।
পুলিশ সূত্রে খবর, ওই বিমানটি সান পেড্রো যাচ্ছিল। বিমানটি যখন মাঝ আকাশে, তখন আচমকা বিমানের যাত্রীদের টেলর আক্রমণ করতে শুরু করেছে বলে তিনি জানান। এরপরেই জরুরি অবস্থা জারি করা হয় ফিলিপ এসডব্লিউ গোল্ডসন আন্তর্জাতিক বিমানবন্দরে।