মাদক পাচারের অভিযোগে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার একটি ট্রলারে হামলা চালায় মার্কিন সেনা। এই আক্রমণে ১১ জনের মৃত্যু হয়েছে। আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ট্রলারটি মাদক পাচারের উদ্দেশে যাচ্ছিল এবং মার্কিন সেনা মাঝপথে জাহাজটিকে ধ্বংস করে দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানের ভিডিও প্রকাশ করেছেন।
ট্রাম্প ট্রুথ সোশাল মিডিয়াতে যে ভিডিওটি শেয়ার করেছেন, তাতে দেখা গিয়েছে সমুদ্রের উপর চলমান একটি ট্রলারে ঘটে এক বিশাল বিস্ফোরণ। ট্রাম্পের কথায়, তাঁর নির্দেশে মঙ্গলবার সকালবেলা ট্রলারটিকে আক্রমণ করা হয়েছিল। জানা গিয়েছে, ট্রলারে থাকা ১১ জন বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন। তাঁরা সকলেই ছিলেন ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ‘ট্রেন দে আরাগুয়া’র (টিডিএ) সদস্য।