পহেলগামকাণ্ডে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে লশকর-যোগ স্পষ্ট

প্রতিনিধিত্বমূলক চিত্র

লশকর-এ-তৈয়বার (এলইটি) ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)কে কি নিষিদ্ধ বলে ঘোষণা করা হবে? এ নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদী নিষেধাজ্ঞা কমিটির রিপোর্টে বলা হয়েছে, পহেলগামে জঙ্গি হামলার দায় দু’বার স্বীকার করেছে টিআরএফ। পাশাপাশি, পহেলগাম হত্যাকাণ্ডের ছবিও প্রকাশ করেছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। নিষেধাজ্ঞা কমিটি জানিয়েছেন, লশকর-এ-তৈয়বার সমর্থন ছাড়া এত বড় নাশকতা করতে পারত না টিআরএফ।

পহেলগামকাণ্ড নিয়ে নিষেধাজ্ঞা কমিটির রিপোর্টে বলা হয়েছে, ঘটনার দায় দু’বার স্বীকার করেছিল। পরে ২৬ এপ্রিল তারা হামালার দায় অস্বীকার করে। এরপর পহেলগাম নিয়ে আর কোনও বিবৃতি প্রকাশ করেনি টিআরএফ। কমিটির এক আধিকারিক বলেন, ‘লশকর-এ-তৈয়বার সমর্থন ছাড়া এই হামলা সম্ভব ছিল না। লশকর এবং টিআরএফের মধ্যে সম্পর্ক ছিল।’ রাষ্ট্রপুঞ্জের অন্য এক সদস্যদেশ এই হামলায় লশকর-এ-তৈয়বার যোগ সংক্রান্ত মতামতগুলি প্রত্যাখ্যান করে। রাষ্ট্রপুঞ্জের তালিকায় এখনও পর্যন্ত ১২৬৭টি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নাম রয়েছে।