সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করল ইউক্রেন। সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আমলে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনের ফাঁকে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বুধবার জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন আহমেদ আল-শারা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সিরিয়ার বিদেশমন্ত্রী আসাদ আল-শাইবানি। এই নিয়ে বিবৃতিও দিয়েছে সিরিয়ার বিদেশমন্ত্রক। জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেন ও সিরিয়া কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা বিষয়ে একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করেছে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট সমাজমাধ্যমে লিখেছেন, ‘সিরিয়ার পাশে আমরা রয়েছি। আশা করি ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতা পাবে।’ সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা–ও জানিয়েছেন জেলেনস্কি।
প্রসঙ্গত, ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল রাশিয়ার সমর্থন নিয়ে নিজেদের স্বাধীন ঘোষণা করে। সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তাদের স্বীকৃতি দেন। এর জেরে ২০২২ সালে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ইউক্রেন। পাল্টা সিরিয়াও কিয়েভের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করে।
বুধবারের বৈঠকের পর জেলেনস্কি সমাজমাধ্যমে লিখেছেন, ‘সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে আলোচনার সময় বিভিন্ন দিক নিয়ে কথা হয়েছে। একই সঙ্গে দুই দেশে সংকটগুলিরও চিহ্নিত করে যৌথভাবে মোকবিলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।