ফের এলোপাথাড়ি গুলিতে কেঁপে উঠল মার্কিন শপিংমল, নিহত ৩

লাগাতার বন্দুকবাজের হামলার সম্মুখীন মার্কিন মুলুক। কখনো স্কুল, কখনো মল আবার কখনো শেষকৃত্যের স্থান। কোথাও বাদ নেই হামলার। এ যেন মানুষ মারার প্রতিযোগিতায় নেমেছে আরেকদল মানুষ।

ফের রবিবার আমেরিকার ইন্ডিয়ানাতে একটি শপিং মলে ভিড়ের মধ্যে হঠাৎই এলোপাথাড়ি গুলি চালায় এক দুষ্কৃতী। হইহই পড়ে যায় মানুষের মধ্যে। ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত আরও তিন।

সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার ব্যস্ত বিকেলে, ভারতীয় সময় সোমবার ইন্ডিয়ানার গ্রিনউড শপিং মলে আচমকাই হামলা চালায় এক ব্যক্তি। বন্দুক নিয়ে ঢুকে পড়ে শপিং মলের ভিতরে।


তারপর দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে গুলি চালাতে থাকে। সেই গুলির আঘাতে ঘটস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হয়েছে বেশ কয়েকজন। তবে খবর, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আচমকা বন্দুকবাজের হামলা শুরু হলেই এগিয়ে আসে নিরাপত্তারক্ষীরা। হামলাকারীকে প্রতিহত করতে পাল্টা গুলি চালায় বেশ কিছুক্ষণ দুই পক্ষের মধ্যে চলে গুলির লড়াই। শেষে নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হয় সেই দুষ্কৃতী।

উল্লেখ্য গত কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটি বন্দুকবাজের হামলার সাক্ষী থেকেছে মার্কিন মুলুক। এই বন্দুকবাজরা কখনও স্কুলে, কখনও শপিং মলে, কখনও আবার স্বাধীনতা দিবসের প্যারেড গ্রাউন্ডে হামলা চালিয়েছে।

সম্প্রতি শিকাগোতে আমেরিকার স্বাধীনতা দিবসের দিনে আততায়ীর হামলায় প্রাণ গেছে ৯ জনের। আহত হয়েছিলেন ৫০ জনেরও বেশি মানুষ। বাদ যায়নি শহরতলির হাইল্যান্ড পার্কও ।