দুষ্কৃতীর গুলিতে আফগান সুপ্রিম কোর্টের দুই মহিলা বিচারপতি খুন

প্রতিকি ছবি (File Photo: iStock)

বন্দুকবাজের হাতে গুলি খেয়ে খুন হতে হল আফগানিস্তানের সুপ্রিম কোর্টের দুই মহিলা বিচারপতিকে। কাবুল পুলিশ সূত্রের খবর রবিবার সকালে ওই দুই মহিলা বিচারপতি গাড়িতে চড়ে কাজে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটেছে। ওই দুই মহিলা বিচারপতিকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকবাজেরা। 

শহরের কেন্দ্রে এমন ঘটনা ঘটায় সারা শহর জুড়ে চাঞ্চল্কের সৃষ্টি হয়। এই বন্দুকবাজদের হামলার জেরে আহত হয়েছে গাড়ির চালকও। হত্যাকাণ্ডের কথা স্বীকার করে নিয়েছে আফগান প্রশাসন।

আফগানিস্তানের অ্যাটর্নি জেনারেলের মুখপাত্র জামশিদ রাসুলি জানিয়েছেন, নিহতরা শীর্ষ আদালতে কর্মরত ছিলেন। এখনও কোনও জঙ্গি গােষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে ওই হামলার পিছনে কাদের হাত রয়েছে তা জানতে শুরু হয়েছে তদন্ত। 


উল্লেখ্য, আফগানিস্তান জুড়ে রয়েছেন সে দেশের শীর্ষ আদালতের অন্তত ২০০ মহিলা বিচারপতি। সম্প্রতি আফগানিস্তান থেকে আড়াই হাজার সেনা সরিয়ে নেওয়ার কথা ঘােষণা করেছে আমেরিকা। 

এই অবস্থাতে গত কয়েক মাস ধরে হিংসার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। যা চিন্তার ভাঁজ ফেলেছে আফগান প্রশাসনের কপালে।