রবিবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার কামচাটকা অঞ্চল। পর পর দুইবার ভূমিকম্প হয়। দ্বিতীয়বার ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭। প্রশান্ত মহাসাগরের তীরবর্তী এই অঞ্চলে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়। সুনামি সতর্কতা জারি করে প্যাসিফিক ওয়ার্নিং সেন্টার। দ্বিতীয় কম্পনটির কেন্দ্রস্থল ছিল মাটি থেকে ২০ কিলোমিটার গভীরে। এই কেন্দ্রস্থল পেট্রেপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১৪৪ কিলোমিটার পূর্বে। সেই শহরে বাস অন্ততপক্ষে ১ লক্ষ ৮০ হাজার মানুষের। দ্বিতীয় ভূমিকম্পটির আগে কাছাকাছি এলাকাতেই ৬.৭ তীব্রতার প্রথম ভূমিকম্প হয়। এখনও পর্যন্ত এই ভূমিকম্পে কোনও হতাহতের খবর মেলেনি।
আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের জেরে প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও কয়েক ঘণ্টা পরে ‘সতর্কতা’ শব্দটি সরিয়ে ‘পরামর্শ’ শব্দটি ব্যবহার করা হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স তথা জিএফজেড জানিয়েছে, স্থানীয় সময় রবিবার ভোরে প্রশান্ত মহাসাগরের কামচাটকা উপকূলে ২টি ভূমিকম্প হয়। দুটির তীব্রতা ছিল ৬.৬ এবং ৬.৭। দুটির ক্ষেত্রেই ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটারের বেশি।
প্রসঙ্গত, ১৯৫২ সালের ৪ নভেম্বর কামচাটকা অঞ্চলে তীব্র ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এই তীব্রতার পরিমাপ ছিল ৯। এই ভূমিকম্পের ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল।
গত ১৭ জুলাই তীব্র ভূমিকম্প হয় মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায়। কেঁপে উঠেছিল আলাস্কার পেনিনসুলা।