ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, ফিরল ২০২৩-এর স্মৃতি

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। রবিবার পশ্চিম তুরস্কের ইস্তানবুল সহ একাধিক জায়গায় এই কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.১। এই ঘটনায় বেশ কিছু বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। চলছে উদ্ধারকাজ। পশ্চিম তুরস্কের সিনদিরগি-তে ভয়াবহ ভূমিকম্প হয় বলে জানিয়েছে তুরস্কের বিপর্যয় মোকাবিলা বাহিনী।

প্রশাসনের পক্ষ থেকে এখনও এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি এবং মৃত্যুর খবর জানানো হয়নি। তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, উদ্ধারকাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত অনভিপ্রেত কোনও খবর মেলেনি।

জানা গিয়েছে, রবিবার সন্ধে ৭ টা ৫৩ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কয়েক মিনিট পরেই আফটারশক অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪.৬। ইস্তানবুল, ইজমির সহ একাধিক পর্যটনকেন্দ্রে ভূমিকম্প অনুভূত হয়েছে। একাধিক বিল্ডিং ভেঙে পড়েছে এখানকার বালিকেসির প্রদেশে। দেশের বাকি অংশেও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।


প্রসঙ্গত, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তুরস্কে। বহু বাড়িঘর ধ্বংস্তুপে পরিণত হয়েছিল। সেই ভূমিকম্পের জেরে কমপক্ষে ৫৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।