আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার এবং শুক্রবার পকতিকা প্রদেশে পাক বিমানহানার পরেই পাল্টা হামলা হল খাইবার পাখতুনখোয়ায়। আফগান সীমান্তের ওই রাজ্যের রাজধানী পেশোয়ারের অদূরে পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে শনিবার ভোরে ফিদায়েঁ জঙ্গিরা হামলা চালায়। জানা গিয়েছে, প্রায় ৫ ঘণ্টা ধরে দু’পক্ষের লড়াইয়ে অন্তত ৭ জন পুলিশ এবং ৬ জন হামলাকারীর মৃত্যু হয়েছে।
বিদ্রোহী গোষ্ঠী টিটিপি এই হামলা চালিয়েছে বলে প্রাথমিক ভাবে পাক পুলিশের অনুমান। পাকিস্তান সরকার জানিয়েছে, গভীর রাতে প্রাচীর টপকে ডেরা ইসমাইল খান জেলার রাত্তা কুলাচি পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে ঢুকে পড়েন হামলাকারীরা। এর পরেই তাঁদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই শুরু হয়। এর আগে বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে রাতে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তানের বায়ুসেনা। পাকিস্তানের বিমানহানায় বিদ্রোহী টিটিপি-র প্রধান নুর ওয়ালি মেহসুদ এবং সহকারী প্রধান কারি সাইফুল্লাহ মেহসুদ মৃত্যু হয়েছে দাবি করে নানা পাক সংবাদমাধ্যম।
যদিও, কিছু সংবাদ সংস্থা মেহসুদের একটি অডিও বার্তা প্রকাশ করেছে। সেই বার্তায় হামলার দাবি উড়িয়ে দিয়েছেন মেহসুদ। প্রসঙ্গত, আফগান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর চলাকালীন অশান্ত হয়ে উঠেছে দুই দেশ আফগানিস্তান ও পাকিস্তান। এই উচ্চপদস্থ পাক সেনা কর্তা আফগানিস্তান হামলার দায় স্বীকার করেছেন। অন্যদিকে, পেশোয়ারে প্রত্যাঘাত করে নিজেদের শক্তি জানান দিয়েছে টিটিপি।