ইউএস ওপেন ফাইনালের গ্যালারিতে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনার-আলকারাজ়ের লড়াই দেখছিলেন তিনি। মাঝে মাঝে দর্শকদের সঙ্গে হাততালি দিচ্ছিলেন, হাসছিলেনও। কিন্তু হঠাৎ ক্যামেরাবন্দি হল এক অদ্ভুত মুহূর্ত। ট্রাম্পের ঠোঁটের ফাঁকে ধরা পড়ল সাদা রঙের এক ওষুধের বড়ি! মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। তাঁর স্বাস্থ্য নিয়ে নতুন করে শুরু হয় জল্পনা।
চিত্রগ্রাহক আন্দ্রেস কুডাকি ক্যামেরায় বন্দি করেছেন ঘটনাটি। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, মুখে সাদা বড়ি, দাঁতের ফাঁকে তা চেপে রেখেছেন ট্রাম্প। অনেকে বলছেন, প্রেসিডেন্ট ম্যাচ চলাকালীনই ওষুধ খাচ্ছিলেন।
ছবিটি ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর বিতর্ক। অনেকেই দাবি করছেন, বড়িটি দেখতে অনেকটা অ্যাসপিরিনের মতো। অতীতে হোয়াইট হাউসের তরফেও জানানো হয়েছিল যে, ট্রাম্প মাঝেমধ্যেই অ্যাসপিরিন খান। আবার অনেকে বলছেন, ওটা ওষুধ নয়, হয়তো চিউইং গাম। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে সরকারি ভাবে কিছুই জানানো হয়নি।
প্রসঙ্গত, এটাই প্রথম নয়। কয়েক দিন আগেই ওয়াশিংটনে এক প্রদর্শনীতে ট্রাম্পের হাতে ফাউন্ডেশনের ছোপ ধরা পড়েছিল। দেখে মনে হচ্ছিল, হয়তো কোনও ক্ষত বা দাগ ঢাকতেই মেকআপ ব্যবহার করেছিলেন তিনি। তখনও হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছিল, দীর্ঘস্থায়ী শিরাজনিত রোগে ভুগছেন ট্রাম্প। দীর্ঘ সময় দাঁড়িয়ে বা বসে থাকলে এমন সমস্যা দেখা দেয়। আবার প্রেসিডেন্টের চিকিৎসক ক্যাপ্টেন শন বারবাবেলা জানিয়েছিলেন, হৃদ্রোগের জন্য নিয়মিত অ্যাসপিরিন নেওয়ার কারণেও হাতে ক্ষত হতে পারে।
ফলে ফাইনালের ভাইরাল ছবিকে ঘিরে আবারও ছড়িয়েছে নানা জল্পনা। ওষুধ খাওয়ার এই দৃশ্য নতুন করে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়াল আমেরিকায়।