ট্রাম্প ফের দাবি করলেন পাকিস্তানকে বাণিজ্য প্রস্তাব দিয়ে ভারতের সঙ্গে পারমাণবিক যুদ্ধ থামিয়েছি

ওয়াশিংটন, ২৭ আগস্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত ঠেকাতে সরাসরি ভূমিকা রেখেছেন। মঙ্গলবার হোয়াইট হাউসের মন্ত্রিসভা বৈঠকে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি পাকিস্তানকে সতর্ক করেছিলেন যে যুদ্ধ চালালে যুক্তরাষ্ট্র কোনো বাণিজ্য করবে না, বরং কড়া শুল্ক আরোপ করবে।

ট্রাম্প বলেন, “আমি ভারতের এক অত্যন্ত দুর্দান্ত মানুষ, মোদীর সঙ্গে কথা বলেছিলাম। তারপর পাকিস্তানের সঙ্গে কথা বলি। আমি বললাম, তোমরা যদি যুদ্ধ চালাও তবে কোনো বাণিজ্য হবে না। আমি পরোয়া করি না, তোমাদের মাথা ঘুরে যাবে এমন শুল্ক আরোপ করা হবে। শেষ পর্যন্ত পাঁচ ঘণ্টার মধ্যেই যুদ্ধ থেমে যায়।”

তিনি আরও দাবি করেন, ওই সংঘাতে সাতটিরও বেশি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল। “প্রায় ১৫ কোটি ডলারের বিমান ধ্বংস হয়, আসল সংখ্যাটা রিপোর্টও করা হয়নি,” বলেন ট্রাম্প।


ট্রাম্প সোমবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকেও একই দাবি পুনর্ব্যক্ত করে বলেন, “ভারত–পাকিস্তানের যুদ্ধ ছিল পরবর্তী স্তরে পৌঁছে যাচ্ছিল, যা পারমাণবিক যুদ্ধে রূপ নিতো। আমি হস্তক্ষেপ করে সেটা থামিয়েছি।”

গত জুলাই মাসেও তিনি পাহালগাম সন্ত্রাসী হামলার পর এমন দাবি করেছিলেন, যেখানে ২৬ জন নিহত হন। তিনি বলেছিলেন, তখনও তিনি বাণিজ্যিক চাপ প্রয়োগ করে ভারত–পাকিস্তান সংঘাত প্রশমিত করেছিলেন।

হোয়াইট হাউসও ট্রাম্পের দাবিকে সমর্থন করে জানিয়েছে, ৭ মে ভারতের অপারেশন সিন্ধুর পর তার হস্তক্ষেপেই যুদ্ধবিরতি কার্যকর হয়।

তবে ভারত এই দাবি দৃঢ়ভাবে অস্বীকার করেছে। নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতি হয়েছিল পাকিস্তানের সেনাবাহিনীর মহাপরিচালক (ডিজিএমও) ও ভারতের ডিজিএমও-এর সরাসরি কথোপকথনের মাধ্যমে, কোনো তৃতীয় পক্ষের সম্পৃক্ততা ছাড়াই।

এদিকে, পাহালগাম সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছিল লস্কর-ই-তইবার ছদ্মসংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। ১৭ জুন যুক্তরাষ্ট্র টিআরএফ-কে বিদেশি সন্ত্রাসী সংগঠন (এফটিও) এবং বিশ্বব্যাপী বিশেষভাবে তালিকাভুক্ত সন্ত্রাসী (এসডিজিটি) ঘোষণা করে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এটি ভারত–মার্কিন সন্ত্রাসবিরোধী সহযোগিতার একটি শক্তিশালী সংকেত।