যৌন অপরাধীর সঙ্গে বিমানে ঘুরেছিলেন ট্রাম্প

প্রতিনিধিত্বমূলক চিত্র

কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে (১৯৫৩-২০১৯) নগ্ন ছবি এঁকে পাঠিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওই যৌন অপরাধীর নাম জেফ্রি এপস্টিন। আমেরিকার দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে এমন খবরই প্রকাশ পেতেই শোরগোল পড়ে যায়। ট্রাম্প অবশ্য গোটা ঘটনাটিকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ওই খবরের কোনও সত্যতা নেই। পাশাপাশি ওই দৈনিকের বিরুদ্ধে ৮৬ হাজার কোটি টাকার মানহানির মামলা করেছেন। এবার আরেক মার্কিন সংবাদ সংস্থা দাবি করছে, ট্রাম্পের সঙ্গে যোগাযোগ ছিল ট্রাম্পের।

প্রকাশ্যে এসেছে ট্রাম্প ও এপস্টিন সম্পর্কিত আরেক তথ্য। জানা গিয়েছে, এপস্টিনের সঙ্গে এক বিমানে ঘুরেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মিলেছে এর প্রমাণও। ওয়াল স্ট্রিট জার্নাল-এর পর এবার এপস্টাইন এবং ট্রাম্পের সম্পর্ক নিয়ে কিছু প্রশ্ন তুলেছে সংবাদ সংস্থা সিএনএন। সেখানে বলা হয়েছে, এপস্টিনের সঙ্গে বিমানে ঘুরতেন ট্রাম্প।

এর আগে বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়েছিল, জেফ্রি এপস্টিনের ৫০ বছরের জন্মদিনে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর সেখানেই এক মহিলার নগ্ন ছবি জুড়ে দিয়েছিলেন ট্রাম। ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী ওই ছবির নিচে পাওয়া গিয়েছে ট্রাম্পের অটোগ্রাফ। ঘটনাটি ঘটেছিল ২০০৩ সালে।


‘আমি জীবনে কোনোদিন ছবি আঁকিনি। মেয়েদের ছবি তো কোনোদিন আঁকিনি। এগুলো আমার ভাষা বা শব্দ নয়।’ প্রতিবেদন প্রকাশের পর মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালকে এ কথাই জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের সুরেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, এই খবর সম্পূর্ণ আজগুবি।