সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন এক ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যা দেখে প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়েও উদ্বিগ্ন তাঁর শুভানুধ্যায়ীরা। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের সভাঘরে আয়োজিত হয়েছিল এক সরকারি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সভায় তখন বক্তব্য রাখছিলেন এক সরকারি আধিকারিক।
সেই সময় দেখা যায় প্রেসিডেন্ট ট্রাম্প চেয়ারে বসেই গভীর ঘুমে আচ্ছন্ন। এর কিছুক্ষণ পর দেখা যায় ঘুম কাটাতে জোর করে চোখ খোলার চেষ্টা করছেন। চোখ কচলাতে দেখা যায় তাঁকে। ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক চর্চা। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাবিনের দপ্তর এ নিয়ে রসিকতা করে এক্স হ্যান্ডলে লিখেছে, ‘ঘুমে ডুবে থাকা ডন আবার ফিরে এসেছে।’
যদিও ট্রাম্প ঘুমোচ্ছিলেন একথা মানতে চায়নি হোয়াইট হাউস। যদিও ট্রাম্পের এমন অবাঞ্ছিত ঘুম অনেকের মনে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এমনিতে ৭৯ বছর বয়সি মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য খুব একটা ভালো নয়, কিছু দিন আগে তাঁর পা ফোলার সমস্যা সামনে এসেছিল। সেই রোগের চিকিৎসা চলছে তাঁর। এরমাঝে এই ঘুম ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।