আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের একবার দাবি করেছেন যে, তিনিই ভারত ও পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন। মায়ামিতে অনুষ্ঠিত আমেরিকা বিজনেস ফোরামে তিনি জানান, সংঘর্ষ চলাকালে মোট আটটি বিমান গুলি করে নামানো হয়েছিল। যদিও তিনি স্পষ্ট করেননি, ওই বিমানগুলি কোন দেশের ছিল।
ট্রাম্প বলেন, তখন তিনি ভারত ও পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনায় যুক্ত ছিলেন। এরপরই তিনি দুই দেশের মধ্যে যুদ্ধে অবতীর্ণ হওয়ার খবর পেয়ে হুঁশিয়ারি দেন, ‘যদি সংঘর্ষবিরতি না মানো, তবে তোমাদের সঙ্গে চুক্তি হবে না।’ তাঁর দাবি অনুযায়ী, এই হুঁশিয়ারির পরদিনই দুই দেশের নেতৃত্ব ফোন করে জানায় যে, তাঁরা সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছেন। ট্রাম্প আরও জানান, ‘শুল্ক চাপানো এবং বাণিজ্যচুক্তি বাতিলের হুঁশিয়ারিই মূলত যুদ্ধ রোধে কাজ করছে।’
যদিও ট্রাম্পের এই দাবির সঙ্গে পূর্বের বিভিন্ন বক্তব্যের সঙ্গে কোনও সামঞ্জস্য নেই। জুলাইয়ে তিনি বলেছিলেন পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। অক্টোবরের বক্তব্যে সংখ্যা পরিবর্তন করে সাতটি দাবি করেছিলেন। আর এখন আটটি বলে পুনর্বিবৃতি দিয়েছেন। তবে মার্কিন রাষ্ট্রপতি এ বিষয়ে কোনও নির্দিষ্ট দেশের বিমানের কথা উল্লেখ করেননি।
উল্লেখ্য, ভারত সরকার আগে থেকেই ট্রাম্পের এই দাবি অস্বীকার করলেও পাকিস্তান আমেরিকার ভূমিকাকে প্রশংসা করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই ধরনের দাবি বারবার পুনরাবৃত্তি হওয়া এবং সংখ্যার পরিবর্তন ঘটানো বাস্তব তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা উচিত। এদিকে ট্রাম্পের এই বিতর্কিত বক্তব্য রাজনৈতিক ও কূটনৈতিক বিতর্ককে নতুন মাত্রা জুগিয়েছে। বিশেষজ্ঞদের মতে, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যেকার সম্ভাব্য সংঘাতের পরিস্থিতিতে এমন বক্তব্য সতর্কতার সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।