প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ঠিক এক সপ্তাহ পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, মোদীকে ফোন করে নতুন দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনা শুরু করার সূচনা করেছেন ট্রাম্প। চলতি বছরের ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় কার্যকালের মেয়াদ শুরু হয়েছে ট্রাম্পের। পদে বসার পর থেকেই বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে কথা বলছেন তিনি।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পরই তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন মোদী। সমাজ মাধ্যমে সে কথা জানিয়ে মোদী লিখেছিলেন, ‘আমার বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুন্দর কথোপকথন হল। তাঁর অসাধারণ জয়ের জন্য তাঁকে অভিনন্দন। প্রযুক্তি, প্রতিরক্ষা, শক্তি, মহাকাশ এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ভারত ও আমেরিকার সম্পর্ক আরও মজবুত করতে আমরা একসঙ্গে কাজ করতে আগ্রহী।’