এইচ১-বি ভিসার বিজ্ঞাপনী প্রচারে মার্কিনদের স্বপ্নভঙ্গের অভিযোগ ট্রাম্প প্রশাসনের

এইচ-১বি ভিসার অপব্যহবার নিয়ে ফের সরব হল মার্কিন প্রশাসন। এই ভিসা ব্যবস্থার জন্য দেশীয় কর্মীদের চাকরি চলে যাচ্ছে বলে অভিযোগ তুলল ট্রাম্প প্রশাসন। মার্কিন শ্রম দপ্তরের তরফে নতুন প্রচার ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে সরাসরি ভারতের নাম তুলে বলা হয়েছে, বিদেশিদের বিশেষত ভারতীয়দের জন্য আমেরিকার তরুণদের স্বপ্নভঙ্গ হচ্ছে।

সামাজিক মাধ্যমে আমেরিকার শ্রম দপ্তর তরফে লেখা হয়েছে,‘এইচ-১বি অপব্যবহারের ফলে বহু তরুণ মার্কিন তাঁদের স্বপ্ন হারিয়েছেন। বিদেশিদের জন্য তাদের চাকরি চলে গেছে।’ সেই সঙ্গে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শ্রমমন্ত্রী লরি চাভেজ-ডি রেমারের নেতৃত্বে এই অপব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন তরুণদের স্বপ্ন সত্যি করার প্রয়াস করা হবে।

চলতি বছরের সেপ্টেম্বরে ঘোষণা করা হয়েছিল ‘প্রজেক্ট ফায়ারওয়াল’। শ্রম দপ্তরের এই উদ্যোগের লক্ষ্য হল, এইচ-১বি ভিসার নামে সংস্থাগুলি কম পারিশ্রমিকে বিদেশি কর্মী নিয়ে এসে স্থানীয় কর্মীদের সরিয়ে দিচ্ছে কি না, তা খতিয়ে দেখা এবং বেআইনি কাজে কঠোর ব্যবস্থা নেওয়া।৫১ সেকেন্ডের বিজ্ঞাপনী ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে পাঁচের দশকের আমেরিকার উন্নয়ন এবং সমৃদ্ধির ছবি তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে বর্তমান চাকরির বাস্তবতার প্রসঙ্গও রাখা হয়েছে। এইচ-১বি ভিসাধারীদের ৭২ শতাংশই ভারতীয় বলে দাবি করা হয়েছে।


ভিডিওতে বলা হয়েছে, ‘অনেক আমেরিকানের স্বপ্ন কেড়ে নেওয়া হয়েছে। তাঁদের চাকরি বিদেশিদের দেওয়া হয়েছে।’ প্রজেক্ট ফায়ারওয়ালের মাধ্যমে সংস্থাগুলিকে জবাবদিহি দিতে হবে এবং মার্কিনদের চাকরি নিশ্চিত করতে হবে। শ্রম দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, যে সব সংস্থার বিরুদ্ধে দেশীয় কর্মীদের সরানোর অভিযোগ রয়েছে তাদের উপর কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন আইটি ও টেক শিল্পের বড় অংশ বিদেশি দক্ষ কর্মীর উপর নির্ভরশীল। আর তার মধ্যে ভারতীয়দের সংখ্যাই বেশি। এর উদ্যোগের ফলে আন্তর্জাতিক প্রযুক্তি বাজারে প্রভাব পড়বে মনে করছে বিশেষজ্ঞরা।