টেক্সাসে হড়পা বানে মৃত্যুর মিছিল, শোকপ্রকাশ মোদীর

ভয়াবহ হড়পা বানের কবলে আমেরিকার টেক্সাস রাজ্য। রবিবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এর জেরে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। জানা গিয়েছে, জল বেড়ে বন্যা হওয়ায় অন্তত ১৫ শিশুরও মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রায় ৮৫০ জনকে নিরাপদ জায়গায় সারানো হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। হেলিকপ্টারে টহল দিচ্ছেন মার্কিন পুলিশ। মর্মান্তিক এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে টেক্সাসবাসীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার তিনি এক্স হ্যান্ডলের পোস্টে লেখেন, ‘টেক্সাসের ভয়াবহ বন্যায় বহু মানুষের, বিশেষ করে শিশুদের প্রাণহানির খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল।’ হড়পা বান ও ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত মধ্য টেক্সাসের বিস্তীর্ণ এলাকা। এই প্রাকৃতিক দুর্যোগের জেরে কার কাউন্টির একটি গ্রীষ্মকালীন ক্যাম্পের প্রায় ২৭ জন তলিয়ে যান বলে খবর। সপ্তাহান্তে ছুটিতে গ্রীষ্মকালীন ক্যাম্পে গিয়ে বাড়ি ফেরা হল না অনেকের। জানা গিয়েছে, হড়পা বানের কারণে স্থানীয় নদীর জলস্তর ২০ ফুটের বেশি বেড়ে যায়। মাত্র দু’ঘণ্টায় তলিয়ে যান বেশ কয়েকজন। হেলিকপ্টারে করে তল্লাশি চালিয়ে তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

কিন্তু দফায় দফায় বৃষ্টি হওয়ার কারণে উদ্ধারকারীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এখনও অনেককে উদ্ধার করা সম্ভব হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মেলানিয়া ট্রাম্প। এই ঘটনাকে হোয়াইট হাউস প্রাকৃতিক বিপর্যয় বলে ঘোষণা করেছে।