ফ্রান্সে শিক্ষক হত্যার ঘটনার পুনরাবৃত্তি, এক মহিলাসহ দু’জন খুন

প্রতীকী ছবি (File Photo: iStock)

প্যারিস সংলগ্ন কনফ্রান্স-সেন্ট-অরিন শিক্ষককে গলা কেটে খুনের ঘটনার পরই একই ঘটনা ঘটল ঐতিহাসিক নােতরডাম গির্জার কাছে। এই ঘটনায় এক মহিলার গলা কাটার সঙ্গে আরও দু’জনকে ধারালাে অস্ত্র দিয়ে খুন করা হয়। 

এদিনের ঘটনাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলেই মনে করছে ফ্রান্সের প্রশাসন। নিসের মেয়র ক্রিশ্চিয়ান এস্ত্রোসি টুইট করে এ বিষয়ে জানান, নিসের বিখ্যাত নােতরডাম গির্জার কাছে ওই নারকীয় হত্যাকান্ড ঘটেছে। পুলিশ হানাদারকে গ্রেফতার করেছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই হামলার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলাকারী কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 


২০১৫ সালে ধর্মীয় ব্যঙ্গচিত্র ছেপে ভয়াবহ জঙ্গি হনার শিকার হয়েছিল ফরাসি বাঙ্গ পত্রিকা শার্লি এবদো। সেই ঘটনা ছাত্রদের পড়াতে গিয়ে সম্প্রতি নিহত হন এক স্কুল শিক্ষক। এক চেক কিশোর গলা কেটে খুন করে বলে অভিযােগ উঠেছিল। পরে পুলিশের গুলিতে সে নিহত হয়।