২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন তারেক রহমান

দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর ব্রিটেন থেকে বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। মঙ্গলবার নিজেই দেশে ফেরার সিদ্ধান্তের কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন তিনি।

লন্ডনে বিজয় দিবস উপলক্ষে ব্রিটেন বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক জানান, আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হিথ্‌রো বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২০২ বিমানে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। ২৫ ডিসেম্বর বেলা পৌনে ১২টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পৌঁছনোর কথা। একই বিমানে তাঁর সঙ্গে বাংলাদেশে ফিরবেন বিএনপির অন্তত ৫০ জন নেতা-কর্মী।

সভামঞ্চ থেকে তারেক বলেন, ‘আজ ১৬ ডিসেম্বর, আমাদের বিজয় দিবস। বহু বছর আপনাদের সঙ্গে কাটানোর পরে আমি আগামী ২৫ তারিখে দেশে ফিরে যাচ্ছি।’ তাঁর এই ঘোষণার পর সভাস্থলে উপস্থিত দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তবে তারেক স্পষ্ট অনুরোধ করেন, তাঁর বিদায়ের দিন কেউ যেন বিমানবন্দরে না আসেন। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।