পঞ্জশিরে তালিবানি হত্যালীলা চলছে

প্রতিকি ছবি (Photo:SNS)

দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে তালিবানরা দাবি করছিল তাদের প্রথমবার শাসনে যা ঘটেছিল, সে ধরনের হিংসাত্মক ঘটনার পুনরাবৃত্তি হবে না। বাস্তবে কিন্তু তার উল্টোটাই হচ্ছে। পঞ্জশিরে তালিবান।

বিরােধী আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে এক ব্যক্তিকে দিনের আলােয় গুলি করে তালিবানরা। গােটা ঘটনা ধরা পড়েছে একটি ভিডিওতে। এরপর ওই ব্যক্তিকে গুলি করে তালিবান যােদ্ধারা একটা গাড়িতে করে বেরিয়ে যায়। এখনও পর্যন্ত ২০ জনকে এই ভাবে শাক্তি দিয়েছে তালিবান।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন পঞ্জশিরের বাসিন্দা আবদুল সামি। তাকেও খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে। পঞ্জশির দখলের পর আবদুলকে বাড়িতে থেকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা।


আবদুল তালিবানি বিরােধী শক্তিকে মােবাইল সিম কার্ড বিক্রি করত। এই অভিযােগ ছিল তার বিরুদ্ধে। অজ্ঞাত পরিচিত দুষ্কৃতীরা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। বাড়ি থেকে কিছুটা দূরে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল। তার উপর নৃশংস অত্যাচার করা হয়েছে।