২০টি শিশু অপহরণে অভিযুক্ত তালিবান

প্রতীকী ছবি (Photo: iStock)

এবার তালিবান বিরােধী যােদ্ধাদের পরিবার থেকে ২০টি শিশুকে অপহরণের। অভিযােগ তালিবানদের বিরুদ্ধে। এইরকম খবর জানিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম। ২০টি শিশুব্দক অপহরণ করে তালিবান বিরােধী যােদ্ধাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

তালিবান বিরােধী শক্তিকে কবজা করতে এইধরনের ঘৃণ্য কাজ বলে মনে করছে ওয়াকিবহাল পঞ্জশির এলাকায় এই ঘটনা বলে জানা গেছে। হিন্দুকুশ পর্বতের পাদদেশে থাকা পশির বরাবরই তালিবান বিরােধী এলাকা হিসাবে পরিচিত।

আটের দশকে সােভিয়েত বিরােধী লড়াই চলতাে এখানে। বর্তমানে আহমেদ মাসুদের বাহিনীর সাথে তালিবানদের চোরাগােপ্তা লড়াই চলছে। এখানে আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমারুল্লা সালেহ আশ্রয় নিয়ে রয়েছেন। তিনি একদা গেরিলা বাহিনীর নেতা ছিলেন এখানকার।