হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের উপর হামলার চেষ্টা। রবিবার ভোররাতে হোয়াইট হাউসের কাছে মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টরা গুলি করে এক সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিকে । জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে এক ব্যক্তি হোয়াইট হাউসের কাছে চলে আসেন। তাঁর হাতে আগ্নেয়াস্ত্র ছিল। রবিবার হোয়াইট হাউসের তরফে এই তথ্য প্রকাশ্যে আনা হয়। সিক্রেট সার্ভিসের এক বিবৃতিতে জানানো হয়েছে, হোয়াইট হাউসের অদূরে মধ্যরাতে গুলি চালনার ঘটনায় কেউ আহত হননি। হামলার সময় বাসভবনে ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।হামলার সময় ট্রাম্প ছিলেন ফ্লোরিডায়।
মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তি হোয়াইট হাউসের খুব কাছে চলে এসেছিলেন। নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকাতে পাল্টা বন্দুক উঁচিয়ে দাঁড়ান ওই ব্যক্তি। সন্দেহভাজনকে লক্ষ্য করে সঙ্গে সঙ্গে গুলি চালানো হয়। তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক আমেরিকার ইন্ডিয়ানার বাসিন্দা। সেখান থেকে ওয়াশিংটন ডিসিতে এসেছিলেন তিনি। নিরাপত্তা বাহিনীর গুলিতে গুরুতর জখম হন ওই ব্যক্তি। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
জানা গিয়েছে, সিক্রেট সার্ভিসের এজেন্টরা হোয়াইট হাউসের বিপরীত দিকের একটি ব্লকে সন্দেহভাজন ব্যক্তিকে গাড়ি পার্ক করার সময় দেখতে পান। সেই সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে গেলে এই ঘটনা ঘটে। সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে বলেছে, ‘অফিসাররা কাছে আসার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি একটি আগ্নেয়াস্ত্র নিয়ে এগিয়ে আসে এবং এরপরই সংঘর্ষ শুরু হয়। সেই সময় আমাদের কর্মীরা গুলি চালায়।’
কেন ওই ব্যক্তি হোয়াইট হাউসে এসেছিলেন তা তদন্ত করে দেখছে মেট্রোপলিটান পুলিশ বিভাগ। অভিযুক্ত ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার চেষ্টা করছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।