পাকিস্তানের পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে জঙ্গি হামলার ঘটনায় অন্ততপক্ষে ৩ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। পাক সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে। সোমবার সকালে পেশোয়ারে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ চালায় ২ জঙ্গি।
পাকিস্তান পুলিশের এক আধিকারিক এক সংবাদ সংস্থাকে জানান, ‘একজন আত্মঘাতী বোমা হামলাকারী আধা সামরিক বাহিনীর মূল ফটকে প্রথম বিস্ফোরণ ঘটায়। দ্বিতীয় ব্যক্তি সেই সময় ঢুকে পড়ে দপ্তরের ভিতরে।’ ওই আধিকারিক আরও জানান, ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে পাক সেনা ও পুলিশ। ওই এলাকা সংলগ্ন রাস্তাগুলিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাক প্রশাসনের আশঙ্কা, আধা সামরিক বাহিনীর দপ্তরের ভিতর বেশ কয়েকজন জঙ্গি ঢুকে পড়তে সক্ষম হয়েছে। তবে এই ঘটনা জঙ্গি হামলা নাকি এই ঘটনার সঙ্গে অন্য কোনও যোগাযোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় পরপর ২ বার বিস্ফোরণের আওয়াজ পাওয়া পায়। সেই সঙ্গে গুলি চালানোর আওয়াজও শুনতে পান তাঁরা। বেশ কিছু ভিডিও ভাইরাল হয় ওই এলাকার। পাকিস্তানের বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় এই আধা সামরিক বাহিনী মূলত ইরান ও আফগান সীমান্তের প্রহরায় নিয়োজিত থাকে। ২০১৪ সালে এই পেশোয়ারেরই আর্মি পাবলিক স্কুলে জঙ্গি হামলার বলি হতে হয়েছিল ১৩২ নিরীহ শিশুকে। মোট নিহতের সংখ্যা ছিল প্রায় দেড়শো।