জাপানে প্রবল ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানে ভূমিকম্প (Photo: Twitter | @woowolfwp)

প্রবল ভূমিকম্পের জেরে কেঁপে উঠল উত্তর-পূর্ব জাপান। স্থানীয় সময় ৬.০৯ টার সময়ে উত্তরপূর্ব উপকূলের মিয়াগি অঞ্চল ভূমিকম্প হয়। ওই এলাকা সংলগ্ন প্রশান্ত মহাসাগরে ৬০ কিলােমিটার নীচে ভূমিকম্পের উৎপত্তিস্থল। 

রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৭.০। আবহাওয়া দফতরে তরফে এক মিটার পর্যন্ত এলাকায় সুনামি ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে। গত মাসেও জোরে কম্পন অনুভূত হয়েছিল। জাপানের আবহাওয়া দফতরের তরফে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

পরমাণু প্রকল্পের কি পরিস্থিতি স্থানীয় লােকজন তা খতিয়ে দেখছে। শিঙ্কানসেন বুলেট ট্রেন সহ স্থানীয় রেলওয়ে ট্রেন পরিষেবা বন্ধ করে দেয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দশ বছর আগের দিনটা মনে পড়ে গেল। বুক ধরপর করছে। দৌড়ে বড় খােলা জায়গায় পৌছে গেছে। 


দ্য নিউক্লিয়ার রেগুলেশন অথরিটির তরফে বলা হচ্ছে, স্থানীয় পরমাণু প্রকল্পে কোনও অস্বাভাকিতা লক্ষ্য করা যায়নি। ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্পের কারণে সুনামি হওয়ার প্রায় দশ বছর পর ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হল।