ইস্টারে হামলার ১০ দিন আগে সতর্ক করেছিল শ্রীলঙ্কার পুলিশ

শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী গির্জার প্রাঙ্গণের বাইরে নজর রাখছে (Photo by ISHARA S. KODIKARA / AFP)

দ্বীপরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গির্জাগুলিতে আত্মঘাতী বিস্ফোরণ হতে পরে। ইস্টার হামলার দশ দিন আগেই এই আশঙ্কার কথা জানিয়ে দেশকে সতর্ক করেছিল শ্রীলঙ্কার পুলিশ। সেই মতো নিরাপত্তাও কঠোর করা হয়েছিল। তবু রোখা গেল না ভয়াবহ হামলা।

কলম্বোয় সন্দেহভাজন আত্মঘাতী বিস্ফোরণের বিষয় সতর্ক করেছিল পুলিশ। শ্রীলঙ্কায় জামাতদের সন্দেহজনক গতিবিধি নিয়ে সতর্ক করেছিল বিদেশী গোয়েন্দা সংস্থাগুলিও। সতর্কবার্তায় বলা হয়েছিল, বিদেশী গোয়েন্দা বিভাগগুলি সতর্ক করে বলেছে যে গুরুত্বপূর্ণ গির্জা ও কলম্বোর ভারতীয় হাইকমিশনে আত্মঘাতী হামলা চালানোর ছক কষছে ন্যাশনাল থৌহিথ জামাত। শ্রীলঙ্কায় কট্টরপন্থী মুসলিম দল এনটিজে। গত বছর বৌদ্ধ মূর্তি ধবংসে তাদের নাম জড়ানোর পরেই এই দল বিভিন্ন মহলে পরিচিত হয়ে ওঠে।

আজ সাত সকালে পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। তিনটি গির্জা ও তিনটি হোটেলে ধারাবাহিক বিস্ফোরণে প্রাণ গিয়েছে দেড়শোরও বেশি মানুষের। আহত হয়েছেন তিনশোরও বেশি মানুষ। এই ঘটনায় শোক প্রকাশ করেছে ভারত। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে অখাস দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।