গত কয়েকদিন ধরে প্রায়ই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডান হাতে দেখা যাচ্ছে ব্যান্ডেজ। আগামী বছর ট্রাম্প ৮০ বছরে পা দেবেন। তিনি অসুস্থ কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের তরফ থেকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি ট্রাম্পের হাতে কেন ব্যান্ডেজ দেখা যাচ্ছে তার ব্যাখ্যা দেন।
লেভিট জানান যে, ট্রাম্পকে বিভিন্ন কাজে একটানা করমর্দন করে যেতে হয়।এছাড়াও তাঁকে প্রতিদিন অ্যাসপিরিন জাতীয় ওষুধের ডোজ নিতে হয়। এর ফলে ট্রাম্পের হাতে কালশিটে দাগ দেখা যায় বলে তিনি জানান।এর আগেও অনেকবার ট্রাম্পের শারীরিক অবস্থা এবং স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহল।
জানা গিয়েছে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প যখন আমেরিকায় সুদের হার নিয়ে কথা বলছিলেন, তখন বেশ কয়েকবার তিনি কথার মাঝখানে খেই হারিয়ে ফেলেন। এরপরই তাঁর সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠে। ডান হাতে লাগানো ব্যান্ডেজ দেখে এই নিয়ে জল্পনা আরও বেড়ে যায়। ট্রাম্প যদিও বারবার দাবি করেছেন তিনি সম্পূর্ণ সুস্থ। তিনি নিজের পূর্বসূরি জো বাইডেনের প্রসঙ্গ এনে বলেছেন তিনি তুলনায় তাঁর থেকে অনেক বেশি সুস্থ রয়েছেন।