১৮ দিনের মহাকাশ অভিযান সমাপ্ত করে মঙ্গলবার পৃথিবীতে ফিরেছেন শুভাংশু শুক্লা। তবে তিনি এখনই বাড়িতে ফিরতে পারছেন না। সময় লাগবে আরও বেশ কিছুদিন। কারণ শুভাংশু সহ এই অভিযানে অংশগ্রহণকারী চার অভিযাত্রী এখন রয়েছেন রিহ্যাবিলিটেশন সেন্টারে। স্বাভাবিক কারণেই সেখানে আপাতত বেশ কিছুদিন থাকতে হবে। মহাকাশে বেশ কিছুদিন কাটানোর পর তাঁদের শরীর পৃথিবীর পরিবেশের সঙ্গে মানিয়ে চলার উপযুক্ত হয়ে ওঠার প্রয়োজন রয়েছে। সেজন্য রিহ্যাবিলিটেশন সেন্টারে থাকাকালীন তাঁরা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সেখান থেকে সবুজ সঙ্কেত দিলেই অনুমতি সাপেক্ষে বাড়ি ফিরতে পারবেন শুভাংশু এবং অন্য তিন নভোশ্চর।
জানা গিয়েছে, মহাকাশ সফর সেরে পৃথিবীতে ফেরার পর মহাকাশচারীদের বেশ কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। শুভাংশুরাও তাই যাবেন। অন্তত ৭ থেকে ১০ দিন রিহ্যাবে থাকার পর তাঁদের বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হবে। তাতে কোনও অসুবিধা না হলে তাঁদের বাড়ি ফেরার প্রক্রিয়া শুরু হবে। প্রসঙ্গত, মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তি নেই। সেখানে শুভাংশুরা থাকাকালীন তাঁদের শরীর যেভাবে প্রস্তুত ছিল, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে আসার পর শরীর খাপ খাইয়ে নিতে কিছুটা সময় লাগবে। সেই সঙ্গে মানসিকভাবে তাঁরা ফিট আছেন কিনা, সে দিকটাও খতিয়ে দেখা হবে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার পর তাঁদের বাড়ি পাঠানো হবে।
এদিকে ছেলে শুভাংশুর সাফল্যে উচ্ছ্বসিত তাঁর বৃদ্ধ বাবা-মা। মহাকাশ যাত্রার সময় তাঁদের আবেগ, উচ্ছ্বাসের সঙ্গে সঙ্গে ছিল উৎকণ্ঠাও। সেজন্য মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা, সেখানে পৌঁছে যাওয়া এবং অভিযান শেষে পৃথিবীর মাটিতে নির্বিঘ্নে ফিরে আসার জন্য প্রতি মুহূর্তে ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা ও মঙ্গল কামনা করেছেন তাঁরা। মঙ্গলবার শুভাংশুদের ক্যাপসুল ক্যালিফোর্নিয়ায় প্রশান্ত মহাসাগরের উপকূলে অবতরণের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তাঁর মা। সে সময় চোখ দিয়ে বেয়ে পড়ে আনন্দ অশ্রু। এবার সেই ছেলেকে এতদিন পর কখন সাক্ষাৎ দেখতে পাবেন, সেই অপেক্ষায় উদগ্রীব হয়ে আছেন তাঁরা। কিন্তু আপাতত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, শুভাংশুকে বাড়ি ফিরতে এখনও এক মাস অপেক্ষা করতে হবে। সম্ভবত আগামী ১৭ আগস্ট তিনি দেশে তথা নিজের বাড়িতে ফিরতে পারবেন।
একই কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি জানিয়েছেন, রিহ্যাব ও ডি-ব্রিফিং সেশনের পরই দিল্লি আসবেন শুভাংশু। সেখান থেকে তাঁর নিজের বাড়িতে ফিরতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে।
উল্লেখ্য, শুভাংশু শুক্লা আক্সিওম-৪ মিশনের অংশ হিসেবে আইএসএস-এ যান। গত ১৮ দিন ধরে মহাকাশে নানা বৈজ্ঞানিক কাজ করেছেন তিনি ও তাঁর সহযাত্রীরা। তাঁর সঙ্গে ছিলেন মিশন কম্যান্ডার পেগি হুইটসন, স্লাভোস উজনানস্কি, তিবোর কাপু। মহাকাশ স্টেশনে থাকাকালীন শুভাংশু একাই ভারত-কেন্দ্রিক সাতটি মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষা করেছেন। সেই অভিযান শেষে পৃথিবীতে ফিরলেও বাড়ি ফিরতে এখনও মাস খানেক অপেক্ষা করতে হবে।