করাচির শপিং মলে আগুন, মৃত ৩

করাচির একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার রাতে সেখানকার এম.এ জিন্নাহ রোডে অবস্থিত ‘গুল প্লাজা’ নামে একটি শপিং মলে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।  ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ ও উদ্ধারকারী দল নিশ্চিত করেছে।

সূত্রের খবর, স্থানীয় সময় শনিবার রাত ১০টা নাগাদ শপিং মলটির নীচের তলায় প্রথমে আগুন লাগে। সেই সময়ে অধিকাংশ লোক দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মলের ভিতরে বিপুল পরিমাণ পোশাক, আমদানি করা কাপড় এবং প্লাস্টিকের সামগ্রী মজুত ছিল। সেই কারণে মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের কয়েকটি ইউনিট পৌঁছোয়।

পুলিশের প্রাথমিক অনুমান, কোনও একটি দোকানের শর্ট সার্কিট থেকেই এই বিধ্বংসী আগুন লেগেছে। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা জানতে তদন্ত শুরু হয়েছে।