লন্ডনে মহাত্মা গান্ধীর মূর্তিতে হামলা, নিন্দা ভারতীয় দূতাবাসের

গান্ধীজয়ন্তীর আগে লন্ডনের টাভিস্টক স্কোয়ারে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ব্রিটেনের ভারতীয় দূতাবাস। মূর্তির ভিত্তিপীঠে আপত্তিকর মন্তব্য লেখাকে ‘লজ্জাজনক’ এবং ‘অহিংস আদর্শের উপর সরাসরি আঘাত’ বলে অভিহিত করেছে দূতাবাস।

ঘটনাটি প্রকাশ্যে আসে রবিবার। ওই দিন স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, গান্ধীমূর্তির পাদদেশে কেউ আপত্তিকর বার্তা লিখে রেখে গিয়েছে। এরপরই ভারতীয় দূতাবাস বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনে। ইতিমধ্যে দূতাবাসের একাধিক প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মূর্তিটি আগের অবস্থায় ফিরিয়ে আনার ব্যবস্থা খতিয়ে দেখছেন।

দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই হামলা কেবল একটি প্রতীকী ভাস্কর্যের উপর আঘাত নয়, এটি মহাত্মা গান্ধীর অহিংস এবং মানবিক ভাবাদর্শের বিরুদ্ধেও অপমানজনক পদক্ষেপ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং স্থানীয় প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের আবেদন করছি।’ লন্ডন পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


উল্লেখ্য, ১৯৬৮ সালে ইন্ডিয়ান লিগের সহায়তায় নির্মিত হয় ব্রোঞ্জের এই মূর্তিটি। ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইন পড়ার সময় গান্ধীর অবস্থান স্মরণে টাভিস্টক স্কোয়ারেই এই মূর্তি স্থাপন করা হয়েছিল। হাঁটু মুড়ে বসা অবস্থায় গান্ধীজির কালো পাথরের মূর্তিটির নিচে তাঁর জন্ম ও মৃত্যুর সাল খোদাই করা রয়েছে।

উল্লেখ্য, ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে ওই স্থানেই একটি অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। তবে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।