প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেতে চলেছে জাপান

ইতিহাস গড়তে চলেছে জাপান। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেতে চলেছে সূর্যোদয়ের দেশ। শনিবার দলের নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রাক্তন অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি যদি সংসদীয় ভোটে সমর্থন পান, তবে তাকাইচি হতে চলেছেন জাপানের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী। দলের এই সিদ্ধান্ত তাঁকে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে দিয়েছে।

ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে ক্ষুব্ধ জাপানের জনসাধারণ। তাঁদের আস্থা পুনরুদ্ধার করতে ৬৪ বছর বয়সের তাকাইচিকে নির্বাচিত করেছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি। আগামী ১৫ অক্টোবর সংসদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। ওই ভোটে শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হতে পারেন সানা তাকাইচি।

তাকাইচি বর্তমান শাসক দলের দীর্ঘদিনের নেত্রীই শুধু নন, তিনি কঠোর রক্ষণশীল রাজনীতিক হিসেবে পরিচিত। জাপানের প্রাক্তন অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী ছিলেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে’র ঘনিষ্ঠ সহযোগী বলেও তাঁর পরিচিতি রয়েছে।


প্রধানমন্ত্রী হয়ে তাকাইচির সামনে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। অক্টোবরের শেষে দক্ষিণ কোরিয়ায় এপেক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জাপানের বৈঠক রয়েছে। সেখানে জাপানের প্রতিরক্ষা ব্যয় বাড়ানো নিয়ে চাপ আসতে পারে। জাপানের মুদ্রাস্ফীতি ও বয়স্কদের সমস্যা মেটাতে তাঁকে নতুন অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করতে হতে পারে।

তাকাইচি কোবে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। কলেজ জীবন থেকেই ছাত্র-রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরে তিনি আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন।রাজনীতিতে আসার আগে তিনি পপ-সংগীত শিল্পী হওয়ার স্বপ্ন দেখেছিলেন। তবে পরে রাজনীতিতেই ঝুঁকেছেন তিনি।