মস্কোর জঙ্গিহানার ছক ভেস্তে দিল পুতিনের গোয়েন্দাবাহিনী

প্রতিনিধিত্বমূলক চিত্র

বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন রাশিয়া। মস্কোয় জঙ্গিহানার ছক ভেস্তে দিল রাশিয়ার গোয়েন্দাবাহিনী। একটি পার্ক থেকে বিপুল পরিমাণ আইইডি উদ্ধার হয়েছে। রুশ সংবাদ সংস্থা জানিয়েছে, জনবহুল স্থানে বিস্ফোরণ ঘটলে বহু মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা ছিল। যদিও গোয়েন্দাবাহিনী তৎপরতায় সেই বিপদ এড়ানো গিয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে এই ঘটনায় ইউক্রেনের দিকে আঙুল তুলেছে পুতিনের প্রশাসন। তদন্তের দায়িত্বপ্রাপ্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেনকো বলেন, ‘ইউক্রেন মস্কোতে সন্ত্রাসবাদী হামলার ষড়যন্ত্র করেছিল, কিন্তু তা আটকে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জেরা করে চক্রান্তকারীদের সন্ধান করার চেষ্টা চলছে। ধৃত ব্যক্তির মোবাইল ফোন থেকে একজন ইউক্রেনীয় চরের সন্ধান মিলেছে।’

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত ব্যক্তি এক রুশ নাগরিককে পশ্চিম মস্কোর পার্কে বিস্ফোরক লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন। এদিকে যুদ্ধবিরতি নিয়ে এখনও ইউক্রেন ও মস্কোর মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে। তুরস্কের ইস্তানবুলে আগামী সোমবার যুদ্ধবিরতি নিয়ে মুখোমুখি আলোচনার জন্য রাশিয়ার তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল ইউক্রেনকে। কিন্তু ইউক্রেন সরকার তাতে সাড়া দেয়নি এখনও। এর আগে গত ১৭ মে মুখোমুখি আলোচনায় বসেছিল দু’পক্ষ। সেই বৈঠকে যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল মস্কো এবং কিভ।


প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। টানা তিন বছরে বার বার যুদ্ধ থামানোর একাধিক চেষ্টা হয়েছে। সরাসরি আলোচনাতেও বসেছেন দুই দেশের কর্তারা। কিন্তু কেউই যুদ্ধের পথ থেকে সরে আসেনি। হামলা পাল্টা হামলায় একে অপরকে রক্তাক্ত করছে রাশিয়া-ইউক্রেন। প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। দু’দেশের সংঘাতের বলি হয়েছে নিষ্পাপ শিশুরাও।