আমেরিকা ভারতীয় পণ্য না কিনলে বাজার খুলে দেবে রাশিয়া

প্রতিনিধিত্বমূলক চিত্র

রুশ তেল কেনায় ভারতের উপর বাড়তি শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভারতের বাণিজ্য ক্ষেত্রে চাপের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভারতের এই শুল্কচাপের পরিপ্রেক্ষিতে ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত রোমান বাবুশকিন বুধবার জানিয়েছেন, আমেরিকা যদি ভারতীয় পণ্য না কেনে তা হলে নিজের বাজার খুলে দেবে রাশিয়া। শুধু তাই নয়, নিয়মিতভাবে অশোধিত তেলের জোগানও ভারতকে দেওয়া হবে। ভারতের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত। দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্পের ‘শুল্ক-শাস্তি’র নিন্দা করে বাবুশকিন বলেছেন, ‘এই মার্কিন চাপ একতরফা এবং অন্যায্য। অর্থনীতিকে হাতিয়ার করছে আমেরিকা।’

বুধবার প্রবীণ কূটনীতিক বাবুশকিন রাশিয়ার অপরিশোধিত তেল সংগ্রহের জন্য ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ সৃষ্টিকে ‘অযৌক্তিক’ বলেও উল্লেখ করেছেন। রাশিয়ার ডেপুটি চিফ অফ মিশন রোমান বাবুশকিন বলেন, আমরা আত্মবিশ্বাসী যে বাইরের চাপ সত্ত্বেও ভারত ও রাশিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা অব্যাহত থাকবে।রাশিয়ার অপরিশোধিত তেল কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের কড়া নিন্দা জানিয়েছে রুশ দূতাবাস। এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, রুশ দূতাবাস বলেছে, ‘যদি ভারতীয় পণ্য মার্কিন বাজারে যেতে না পারে, তবে রাশিয়ার বাজার ভারতের জন্য খোলা রয়েছে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বছরই দিল্লিতে বৈঠক করবেন বলে বুধবার জানিয়েছেন দূতাবাসের প্রতিনিধি। তিনি জানান, সঠিক দিনক্ষণ নিয়ে আলোচনা চলছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে বাধা দূর করে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান তিনি। স্বাভাবিকভাবেই, মোদী-পুতিন বৈঠকের দিকে তাকিয়ে গোটা বিশ্ব।


রুশ দূতাবাস জানিয়েছে, রাশিয়ার অপরিশোধিত তেলের উপর ভারতের জন্য প্রায় ৫ শতাংশ ছাড় রয়েছে। ভারতের ক্ষেত্রে এটি লাভজনক। এই জ্বালানি সরবরাহ পরিবর্তন করার কোনও সম্ভাবনাও নেই। রাশিয়ার অপরিশোধিত তেলের কোনও বিকল্পও নেই বলে জানিয়েছে রাশিয়ার দূতাবাস।
এরপর পাঁচের পৃষ্ঠায়