বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই হবে গণভোট: ইউনূস

ছবি: এএনআই

জুলাই সনদের গণভোট নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার তিনি এক সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত ‘জুলাই সনদ’-এর গণভোট।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাই সনদ দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের একটি নতুন দিশা দেখাবে। তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণই দেশের সর্বোচ্চ ক্ষমতার উৎস। তাই তাঁদেরই হাতে দেওয়া হবে এই সনদের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব।’ জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ইউনূস জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত আগেই গ্রহণ করা হয়েছিল।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ইতিমধ্যেই এই দুই প্রক্রিয়া একসঙ্গে সম্পন্ন করার প্রাথমিক পরিকল্পনা আগেই তৈরি করেছে। নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হলে প্রশাসনিক খরচ কমবে এবং ভোটগ্রহণে স্বচ্ছতা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


সরকারি সূত্রের দাবি, জুলাই সনদের মাধ্যমে প্রশাসনে জবাবদিহি, স্বচ্ছতা ও বিকেন্দ্রীকরণ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশ আশঙ্কা প্রকাশ করে বলেছে, এই গণভোটকে নির্বাচনের আড়ালে রাজনৈতিকভাবে ব্যবহার করা হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার কাঠামোতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।