মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা। সেনাবাহিনী পরিচালিত ফ্রন্টিয়ার কোর (এফসি)-এর সদর দপ্তরের নিকটবর্তী জারগুন রোডে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় ও সরকারি সূত্রে জানা গিয়েছে, এই বিস্ফোরণে এখনও পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে পাঁজন ঘটনাস্থলেই প্রাণ হারান, বাকি পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে, যাঁদের মধ্যে ফ্রন্টিয়ার কোরের দুই সদস্যও রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের ঠিক আগে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গিয়েছিল। ফলে এটি নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত জঙ্গি হামলা বলেই আশঙ্কা করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। এই হামলায় গাড়িবোমা ব্যবহৃত হয়েছিল, না কি এটি আত্মঘাতী বিস্ফোরণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
বিস্ফোরণের পর সঙ্গে সঙ্গে এলাকায় পৌঁছয় সেনা ও নিরাপত্তাবাহিনীর বিশাল বাহিনী। গোটা অঞ্চল ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি ও উদ্ধার অভিযান। আহতদের দ্রুত কোয়েটার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখ্ত মুহম্মদ কাকর এই হামলায় ১০ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। পাকিস্তানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এটি কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর পরিকল্পিত হামলা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি কার্যকলাপের কেন্দ্রস্থল হয়ে রয়েছে। সম্প্রতি সেখানে একাধিক সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে। এই প্রেক্ষিতে মঙ্গলবারের বিস্ফোরণ নতুন করে নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর তুলে ধরল বলেই মত বিশ্লেষকদের। ঘটনায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি। তদন্ত চলছে।