জেলবন্দি ইমরান খানের চিন্তায় উদ্বিগ্ন পরিবার থেকে তাঁর দলের কর্মীরা। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু দিন ধরেই চলছে জল্পনা। এরই মাঝে এবার ইমরানের সঙ্গে দেখা করার দাবি জানিয়ে মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। গোটা রাওয়ালপিন্ডি নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে। বুধবার পর্যন্ত ওই জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাওয়ালপিন্ডির কোথাও পাঁচ জনের বেশি জমায়েত করা যাবে না বলে জানিয়েছে পুলিশ।
রাওয়ালপিন্ডিতে সমস্ত ধরনের সভা, মিছিল এবং জমায়েতে বিধিনিষেধ জারি করা হয়েছে। পুলিশি নির্দেশিকায় জানানো হয়েছে, আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বল বিয়ারিংয়ের মতো কোনও জিনিস সঙ্গে রাখা যাবে না। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা যাবে না এবং প্ররোচনামূলক ভাষণও দেওয়া যাবে না। লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে পাক পুলিশ।
গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে পাক পুলিশ জানিয়েছে, কয়েকটি গোষ্ঠী আইনশৃঙ্খলায় ব্যাঘাত ঘটাতে পারে বলে খবর রয়েছে। ওই গোষ্ঠীগুলি জেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে হিংসাত্মক কার্যকলাপ করতে পারে বলেও আশঙ্কাপ্রকাশ করা হচ্ছে। ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সপ্তাহে দু’দিন ইমরানের সঙ্গে জেলে দেখা করা যাবে। সেই নির্দেশ মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, আদালতও এ বিষয়ে কোনও পদক্ষেপ করছে না বলে দাবি করা হয়েছে।
প্রায় দু’বছর রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি পাক প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। গত কয়েকদিন ধরে তাঁর সঙ্গে জেলে দেখা করতে না দিলে বিভ্রান্তি ছড়ায়। মৃত্যু-জল্পনার মধ্যেই বৃহস্পতিবার পাকিস্তানের আদিয়ালা জেল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, ইমরান পুরোপুরি সুস্থ। আদিয়ালা জেল থেকে তাঁকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার খবরও সত্য নয় বলে জানানো হয়। তার পরেও অবশ্য জল্পনা থামেনি।
ইমরানের সঙ্গে দেথা করার আর্জি জানিয়ে এবং আদালত অবমাননার অভিযোগ তুলে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইমরানের বোন আলিমা খান। মঙ্গলবার হাই কোর্টের সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে পিটিআই-এর। রাওয়ালপিন্ডির বিক্ষোভে নেতৃত্ব দিতে পারেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।
শেষ পাওয়া খবর অনুযায়ী, অবশেষে জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তাঁর বোনের। মঙ্গলবার আদিয়ালা জেলের ভিতরে গিয়ে ইমরান খানের সঙ্গে দেখা করেন তাঁর বোন উজমা খানুম। মাত্র ২০ মিনিটের জন্য সাক্ষাতের অনুমতি পেয়েছিলেন তিনি। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর মৃত্যুর জল্পনা উড়িয়ে দেন উজমা। ইমরান জীবিত আছে তবে ভালো নেই বলে জানান তিনি। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর উপর ব্যাপক মানসিক নির্যাতন করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর বোন উজমা।