ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান ‘দ্য গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়া’ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের সম্পর্ক মজবুত করতে ও বিশ্বনেতা হিসেবে দূরদর্শী নেতৃত্বের জন্য মোদীকে এই স্বীকৃতি দেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি।

ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ার পর উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দ্য গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়া সম্মান পেয়ে আমি গর্বিত। এই অনন্য পুরস্কার আমি ভারতের ১৪০ কোটি মানুষকে উৎসর্গ করছি।’

ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর হাত থেকে এই সম্মান গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এরপর মোদী বলেন, ‘বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার দেশ ইথিওপিয়া থেকে এই সম্মান গ্রহণ আমার কাছে গর্বের।’  প্রধানমন্ত্রীর পাশাপাশি  বিদেশমন্ত্রক থেকে এই সম্মান প্রসঙ্গে বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান তিনি ইথিওপিয়ার এই সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন।