নিউ ইয়র্কে সংঘর্ষ এড়াতে মুহাম্মদ ইউনূসের আগমনের আগে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশে পুলিশি হস্তক্ষেপ

প্রতিনিধিত্বমূলক চিত্র

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আগমনের ঠিক আগে রবিবার রাতে প্রবাসী বাংলাদেশিদের আবাসস্থল জ্যাকসন হাইটসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় রাতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সমাবেশে পাল্টা-স্লোগান দেয়ার কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, উত্তেজনা এড়াতে দ্রুত পুলিশি হস্তক্ষেপ করা হয়। পুলিশ দু’পক্ষের উত্তেজিত সমর্থকদের আলাদা করে বাগে আনার জন্য মৃদু বলপ্রয়োগও করে। শেষ পর্যন্ত পুলিশের সক্রিয়তায় পরিস্থিতি শান্ত হয় এবং এলাকায় নিয়ন্ত্রণ ফিরে আসে।

এরপর সোমবার বিকেলে (স্থানীয় সময়) মুহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে পৌঁছান। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে এসেছেন তিনি। সূত্রের খবর, তিনি কয়েকজন রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করতে পারেন।


প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ অগাস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের পর আওয়ামী লীগের সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে এবং মুক্তিযুদ্ধের ঐতিহ্য অনুসারী আওয়ামী লীগকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয়।

নিউ ইয়র্কের রাজপথে প্রতিবাদে নেমেছিলেন আওয়ামী লীগের প্রবাসী সমর্থকরা। তাদের বিরোধিতার উদ্দেশ্যে সমাবেশ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনুসারীরা। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় একসঙ্গে অনুষ্ঠিত এই দুটি সমাবেশের কারণে উত্তেজনা সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, দ্রুত সক্রিয় হওয়ায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও, প্রশাসনিক তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেছে।