বাংলাদেশে যাচ্ছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন সমীকরণের ইঙ্গিত

প্রতিনিধিত্বমূলক চিত্র

দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা এবং পারস্পরিক দূরত্ব কাটিয়ে নতুন করে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উদ্যোগী হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। সেই প্রেক্ষিতেই তিন দিনের সফরে শনিবার ঢাকায় পৌঁছচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার। এই সফরকে দুই দেশের কূটনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ঢাকায় পৌঁছেই রবিবার সকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে একান্ত বৈঠক করবেন দার। পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও হওয়ার কথা রয়েছে। ওই বৈঠক শেষে পাঁচ থেকে ছ’টি চুক্তি বা সমঝোতাপত্র (মউ) স্বাক্ষরিত হবে বলে জানা গিয়েছে। বিশেষ গুরুত্ব পাচ্ছে ভিসা বিলোপ চুক্তি, যার ফলে সরকারি এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসার প্রয়োজন থাকবে না। পাশাপাশি, বাণিজ্য, বিনিয়োগ এবং সাংস্কৃতিক বিনিময়কে আরও জোরদার করার বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে রবিবারের আলোচনায়।

রবিবার বিকেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করবেন দার। সরকারি বৈঠকের পাশাপাশি রাজনৈতিক পর্যায়েও একাধিক আলোচনার সূচি রয়েছে তাঁর। তাঁর সফরসূচিতে গুলশনে গিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করা ছাড়াও জামায়তে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনাও রয়েছে।


বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, “আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে নতুনভাবে গড়ে তুলতে চাইছি। অকারণে যে বৈরী সম্পর্কের পরিবেশ তৈরি হয়েছিল, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। ব্যবসা-বিনিয়োগের পাশাপাশি মানুষের চলাচলও সহজতর করাই আমাদের লক্ষ্য।”

শেখ হাসিনার আমলে ইসলামাবাদ এবং ঢাকার সম্পর্ক কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল। বিশেষ করে ১৯৭১ সালে মূল পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকে পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তবে গত বছর শেখ হাসিনার পতনের পর ইউনূস প্রশাসন সেই অচলাবস্থা কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়। এরই অঙ্গ হিসেবে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ভিসা বিধিনিষেধ শিথিল করা হচ্ছে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরুজ্জীবিত করার পদক্ষেপ শুরু হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, গত জুলাইয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ঢাকায় সফর করেন। তারপর বুধবার ঢাকায় গিয়েছিলেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। এই ধারাবাহিক কূটনৈতিক সংলাপের পর এবার বিদেশমন্ত্রী ইশাক দারের সফরকে দুই দেশের সম্পর্কে নতুন মোড় নিতে চলেছে বলে মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল।