ভারতের জন্য বছরে প্রায় 7 হাজার কোটি টাকার লোকসান দাবি পাকিস্তানের

শাহ মেহমুদ কুরেশি (ছবি- IANS)

ভারত লবিবাজি করে পাকিস্তানের বিপুল আর্থিকক্ষতি করতে চাইছে বলে অভিযোগ করল পাকিস্তান। পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ এ  পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করার চেষ্টা চালাচ্ছে ভারত। সেই কাজে সফল হলে বছরে প্রায় ৬হাজার ৮৮৩ কোটি টাকা হারাবে পাকিস্তান।

প্যারিসের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স গত বছরই পাকিস্তানকে গ্রে লিস্টে নিয়ে যায়। যার অর্থ সে দেশের অভ্যন্তরীণ আইন এত শক্তিশালী নয় যে আর্থিক দুর্নীতি এবং সন্ত্রাসে অর্থ জোগানো বন্ধ করতে পারে। তাই বর্তমানে পাকিস্তানকে আর্থিক অনুদান দিলেও তার ওপর নজর রাখে এফএটিএফ।  ভারত চেষ্টা করছে পাকিস্তান কে কালো তালিকাভুক্ত করতে যাতে এই অনুদানের টাকা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।পাক বিদেশমন্ত্রী জানিয়েছেন যে তারা পাকিস্তানকে গ্রে লিস্ট থেকে বের করে আনার জন্য চেষ্টা চালাচ্ছে। কিন্তু ভারত তাদের কালো তালিকায় ফেলে দেয়ার চেষ্টা করছে।