পাকিস্তানের সেনাপ্রধান পদের নাম পরিবর্তন হতে চলেছে। বর্তমানের সেনাপ্রধান পদের বদলে নতুন নামকরণ হবে। বাড়িয়ে দেওয়া হচ্ছে দায়িত্বও। শনিবার এই পরিবর্তনের প্রস্তাব পাকিস্তান পার্লামেন্টের উভয় কক্ষে পেশ করা হয়। রবিবার সেনাপ্রধানের পদ সংক্রান্ত প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এই প্রক্রিয়া কার্যকর করতে দেশের সংবিধান সংশোধন করতে চলেছে শেহবাজ শরিফের সরকার। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে।
পাকিস্তানের সংবিধানের ২৪৩ ধারায় সেনাপ্রধানের ভূমিকার কথা উল্লেখিত রয়েছে। সেই ধারায় সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, এই নতুন পদের নাম হবে চিফ অফ ডিফেন্স ফোর্সেস তথা প্রতিরক্ষা দপ্তরের প্রধান। বর্তমানে যিনি চিফ অফ আর্মি স্টাফ বা সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনিই সংবিধান স্বীকৃত এই নতুন পদের দায়িত্বভার গ্রহণ করবেন।
পাকিস্তানে বর্তমানে সেনাপ্রধানের দায়িত্বে রয়েছেন আসিম মুনির। নতুন প্রস্তাব গৃহীত হলে তিনিই হবেন পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান। সংবিধান সংশোধনের প্রস্তাবে কমান্ডার অফ ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড নামে আরও একটি পদ তৈরির কথা বলা হয়েছে। এছাড়াও ফিল্ড মার্শাল, মার্শাল অফ দ্য এয়ারফোর্স, এবং অ্যাডমিরাল অব দ্য ফ্লিট-এর মতো সেনাবাহিনীর শীর্ষ পদে থাকা কর্মকর্তাদের জন্য প্রস্তাবে বিশেষ মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে।
সংবিধান সংশোধনের প্রস্তাবে একটি সাংবিধানিক আদালত চালু করার কথাও ভাবা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীতে দেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের নিয়ন্ত্রণের বিষয়টিতেও বিশেষ জোর দেওয়া হয়েছে এই প্রস্তাবে। অন্যদিকে চেয়ারম্যান অফ দ্য জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি তথা সিজেসিএসসি-র যে দপ্তর ছিল, তা তুলে দেওয়ার কথাও এই প্রস্তাবে বলা হয়েছে।