পহেলগামে জঙ্গিহানার জেরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ভারত। এর জবাবেই ভারতের অপারেশন সিঁদুর। ভারতীয় সেনার অভিযানে ধ্বংস হয়েছে পহেলগামের জঙ্গি হামলার ষড়যন্ত্রকারীদের আঁতুরঘর। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে গড়ে ওঠা লস্কর-ই-তৈবা ও জৈশ-ই-মহম্মদ-সহ একাধিক জঙ্গি সংগঠনের ৯ ঘাঁটি ধ্বংস করেছে ভারত। মৃত্যু হয়েছে শতাধিক জঙ্গির।
তবে গত কয়েক দিনের সংঘর্ষে কত জনের মৃত্যু হয়েছে, সেই হিসেব সরকারিভাবে জানিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তানের তরফে দেওয়া সেই হিসেবে কোনও জঙ্গি মৃত্যুর কথা স্বীকার করা হয়নি। তাঁদের দাবি, ভারতের আক্রমণে ১১ জন পাক সেনার মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন ৪০ জন সাধারণ মানুষ, তাঁদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। তবে জঙ্গি মৃত্যুর কথা এখনও স্বীকার করেনি পাকিস্তান।
ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর ভারতীয় সেনার তরফে শতাধিক জঙ্গির মৃত্যুর খবর ঘোষণা করা হয়। সোমবার জাতির উদ্দেশে ভাষণেও শতাধিক জঙ্গির মৃত্যুর কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।