অসুস্থ ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতিনেয়াহু

প্রতিনিধিত্বমূলক চিত্র

পচা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতিনেয়াহু। ৭৫ বছর বয়সি নেতানিয়াহুর অন্ত্রের প্রদাহ হয়েছিল বলে খবর। তবে প্রাথমিক চিকিৎসার পর এখন তিনি কিছুটা ভালো আছেন। পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে। ডাক্তার অ্যালন হার্শকোর তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা হয়েছে জেরুজালেমের এক মেডিক্যাল কলেজে। তাঁর শরীরে জলের অভাব বা ডিহাইড্রেশন দেখা দিয়েছে। বাড়িতে স্যালাইন দেওয়া হয়েছে তাঁকে।

আগামী কয়েক দিন তাঁর দপ্তরের কাজ তিনি বাড়ি থেকেই করবেন। যদিও ইজরায়েল সরকারের পক্ষ থেকে নেতিনেয়াহুর অসুস্থতার ব্যাপারে কোনও বক্তব্য পাওয়া যায়নি। এর আগে মার্চ মাসে তাঁর হার্নিয়ার অস্ত্রোপচারও হয়। গত বছর তাঁর প্রস্টেটে অস্ত্রোপচার হয়েছে। সেই সময় তাঁর পরিবর্তে প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছিলেন, ন্যায়বিচার দফতরের মন্ত্রী ইয়ারিভ লেভিন। ২০২৩ সালে তাঁর বুকে পেসমেকার বসানো হয়।