আরশোলা মারতে গিয়ে প্রতিবেশীর মৃত্যু, খুনের অভিযোগ দক্ষিণ কোরিয়ায়

অগ্নিকাণ্ডের মুহূর্তের ছবি।

দক্ষিণ কোরিয়ার ওসানে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর দুর্ঘটনা ঘটেছে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োর অনুকরণ করে আরশোলা মারার চেষ্টা করছিলেন এক তরুণী। কিন্তু এই প্রচেষ্টা শেষ করতে গিয়ে ঘটে যায় অন্য একটি দুর্ঘটনা। নিজের অ্যাপার্টমেন্টে লাইটার ও দাহ্য স্প্রে ব্যবহার করতে গিয়ে তিনি নিজের ঘরে আগুন লাগিয়ে ফেলেন। মুহূর্তে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে মৃত্যু হয় ৩০ বছর বয়সী প্রতিবেশী এক মহিলার। নিহত চিনা মহিলা তাঁর স্বামী ও দু’মাস বয়সী সন্তানকে নিয়ে পঞ্চম তলায় থাকতেন। আগুনে মহিলার স্বামীও কিছুটা দগ্ধ হয়েছেন। তবে শিশুটিকে তাঁরা জানলা দিয়ে নিরাপদে অন্য ব্লকের প্রতিবেশীদের হাতে তুলে দেন। ফলে সে প্রাণে বেঁচে গিয়েছে।

জানা গিয়েছে, ওই বহুতল আবাসনের একতলায় কয়েকটি দোকান এবং উপরের তলাগুলোতে ৩০টিরও বেশি পরিবার বসবাস করে। অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন এবং হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে অবহেলার কারণে মৃত্যু ও অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এখনও ঘটনার তদন্ত চলছে। স্থানীয় প্রশাসন সতর্ক করে জানিয়েছে, সমাজমাধ্যমের প্ররোচনামূলক বিষয়বস্তু কতটা বিপজ্জনক হতে পারে, তা এই দুর্ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করেছে।