আলাস্কা থেকে উধাও হয়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হল। বরফের মাঝে মুখ থুবড়ে পড়েছিল বিমানটি। বৃহস্পতিবার ওই বিমানটির সঙ্গে আচমকাই সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে শুরু হয় তল্লাশি অভিযান। ছোট বিমানটিতে মোট ১০ জন যাত্রী ছিলেন। মনে করা হচ্ছে, তাঁদের কেউই আর বেঁচে নেই। আমেরিকার উপকূলরক্ষী বাহিনী (ইউএসসিজি) জানিয়েছে, তিন জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
আমেরিকার বিমান সংস্থা বেরিং এয়ারের সেসনা ২০৮বি গ্র্যান্ড ক্যারাভান বিমানটি বৃহস্পতিবার দুপুরে আলাস্কার উনালাকলিট শহর থেকে নোম শহরে রওনা দিয়েছিল। ছোট আকারের ওই বিমানে পাইলট-সহ ১০ জন ছিলেন। ওড়ার দেড় ঘণ্টার পরই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে বিমানটির খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়। নোম শহর থেকে আনুমানিক ৫৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ওই বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে।
এদিকে সাতজন এখনও নিখোঁজ রয়েছেন। ধ্বংসাবশেষ সরিয়ে তাঁদের বার করা সম্ভব হয়নি এখনও। সেই চেষ্টা চালাচ্ছে আমেরিকার উপকূলরক্ষী বাহিনী। কিছু দিন আগে ওয়াশিংটনে একটি যাত্রিবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনার চপারের সংঘর্ষে ৬৭ জনের মৃত্যু হয়। পটোম্যাক নদীর উপর এই দুর্ঘটনা ঘটে। এরপর পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ভেঙে পড়ে আরও একটি বিমান। তাতে চার জন ছিলেন। সকলেরই মৃত্যু হয়েছে।