ট্রাম্পকে খুশি করতে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ মেক্সিকোর

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি এখনও সম্পন্ন হয়নি।এরই মধ্যে ভারতের কৃষিক্ষেত্রে মার্কিন অনুপ্রবেশে বাধা দিয়েছে কেন্দ্রীয় সরকার। বাণিজ্যচুক্তি আটকে গিয়েছে। ভারতের উপর এর আগে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল আমেরিকা। এবার আবার নতুন শুল্ক  আক্রমণের মুখে ভারত। বুধবার, মেক্সিকোর সেনেটে চিন, ভারত এবং অন্যান্য কয়েকটি এশীয় দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর অনুমোদন দেওয়া হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ট্রাম্পকে খুশি করার জন্য। জানা গিয়েছে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই শুল্ক কার্যকর করা হবে।

যে দেশগুলির সঙ্গে মেক্সিকোর বাণিজ্যচুক্তি নেই, সেই দেশগুলি থেকে মেক্সিকোতে আমদানি করা গাড়ির যন্ত্রাংশ, গাড়ি, জামাকাপড়,  প্লাস্টিক এবং ইস্পাতের মত কিছু পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে নতুন বছর থেকে। এরফলে ভারত, দক্ষিণ কোরিয়া, চিন, তাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার মত দেশগুলির উপর বিশাল বাণিজ্যিক প্রভাব পড়বে বলে মনে করছেন অনেকেই। জানা গিয়েছে মেক্সিকো সরকার আসন্ন বছরে কর হিসেবে অতিরিক্ত ৩.৭৬ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩.৯১ কোটি টাকা আয় করার পরিকল্পনা করছে ।

মেক্সিকোর তরফ থেকে জানানো হয়েছে যে, প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবম জোর দিচ্ছেন দেশীয় উৎপাদন বাড়ানোর উপর। কিন্তু কিছু বিশ্লেষক অনুমান করছেন যে, আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই আমেরিকা-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানা গিয়েছে। এই চুক্তির ফলে মেক্সিকোর বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হবে মার্কিন যুক্তরাষ্ট্র। তার আগে ট্রাম্পকে খুশি করার চেষ্টা করছেন ক্লদিয়া। বছরের শুরুতেই চিণের পণ্যের উপর মেক্সিকো শুল্কবৃদ্ধি করেছে। এরপরে আবার নতুন করে নেওয়া হয়েছে এই শুল্ক আরোপের পদক্ষেপ। গত কয়েক মাস ধরেই ট্রাম্প মেক্সিকো সম্পর্কে উদ্বেগ।